বাড্ডায় কারখানা মালিককে ৯ লাখ টাকা জরিমানা
প্রকাশিত : ০৫:৪৭ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১২২ বার পঠিত
রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে কুয়াশা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সেই সঙ্গে অবৈধভাবে মোড়কজাত করার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার জরিমানার এ আদেশ দেন।
বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছে।এর মধ্যে রয়েছে- আমের জুস, চকলেট, সরিষার তেল, সয়াবিন তেল, হারপিক, হ্যান্ডওয়াশ, মশাল কয়েল।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক জানান, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে আসছিল কারখানার মালিক। খবর পেয়ে আজ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার জানান, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানার মালিক মিলন মিয়াকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে মোড়কজাত করার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কারখানার মালিক মিলন মিয়া জানান, উৎপাদনের অনুমোদন চেয়ে বিএসটিআইয়ের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনও অনুমোদন পাননি তিনি।
এর আগে বিএসটিআইয়ের একই টিম মহাখালীর কাঁচাবাজারে অভিযান চালায়। সেখানে একটি মুদি দোকানে বিএসটিআইয়ের অনুমোদনহীন মুড়ির প্যাকেট পাওয়ায় প্রতীকী ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফল ও মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ ল্যাব টিম। পরীক্ষার পর কোনো ফরমালিন পাননি বলে জানান তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।