বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ০৭:৩০ পূর্বাহ্ণ, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার ১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়িভাড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সম্প্রতি জারি করা ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার-এর মধ্যে অনুষ্ঠিত একটি হাইলি কনফিডেনশিয়াল সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও শিক্ষাসচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা সভায় স্পষ্টভাবে বলেছেন যে, শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে, যাতে শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য সম্মানজনক হারে পান।

তিনি বলেন, শিক্ষকদের বেতন কম, ফলে তাদের বাড়িভাড়াও কম। শিক্ষা উপদেষ্টা মনে করেন, এটি পুনর্বিবেচনা করা উচিত। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে যাতে বাড়িভাড়া শতাংশ হারে নির্ধারণ করা হয়।

৫০০ টাকা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা আজ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের ৫০০ টাকা বৃদ্ধির পরিপত্র স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদরাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT