বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি ও মাংস

প্রকাশিত : ০৬:১৮ পূর্বাহ্ণ, ২৩ মার্চ ২০২৪ শনিবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও রাজধানীর খুচরা বাজারে সব ধরনের সবজি বাড়তি দরেই বিক্রি হচ্ছে। এমনকি কিছু সবজির দাম ১০০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের মাংসের দামও বাড়তি। ফলে শুক্রবার ছুটির দিন কেনাকাটা করতে এসে ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সজিনা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। প্রতি কেজি বরবটি ১০০-১২০ টাকা, করলা ৮০-১০০ টাকা ও পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে অন্য সবজির মধ্যে মুলা প্রতি কেজি ৪০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বেগুন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা, প্রতি পিস লাউয়ের দাম ৪০-৬০ টাকা। ঢ্যাঁড়শ প্রতি কেজি ৭০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৪০ টাকা এবং কাঁচামরিচ মানভেদে প্রতি কেজি ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে সব ধরনের মাংস বাড়তি দরেই বিক্রি হচ্ছে। কিছুদিন রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও এখন ৭৫০-৭৮০ টাকা কেজি। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা দরে। এছাড়া সোনালি মুরগির কেজি ৩৪০ টাকা। একইভাবে কক মুরগি প্রতি কেজি ৩৬০ টাকা, লেয়ার মুরগির কেজি ৩০০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর নয়াবাজারে আসা ক্রেতা আসমা বেগম বলেন, বাজারে কিছু সবজি ও সব ধরনের মাংস বেশি দরেই বিক্রি হলেও কিছু পণ্যের দাম কমেছে। দেখা যাচ্ছে-তদারকি সংস্থার জন্য নয়, ক্রেতারা কেনা কমিয়ে দেওয়ায় পণ্যের দাম বিক্রেতারা কমিয়ে দিচ্ছেন। তবে দাম কমার ক্রেডিট তদারকি সংস্থা নিচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে রাজধানীসহ সারা দেশে তদারকি করা হচ্ছে। অভিযান পরিচালনার মাধ্যমে অনিয়ম বের করা হচ্ছে। দোষী প্রমাণ হলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যে কারণে পণ্যের দাম সহনীয় হতে শুরু করেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT