রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষায় ভ্রমণে মাথায় রাখুন এসব বিষয়

প্রকাশিত : ০৭:৪৩ পূর্বাহ্ণ, ২৩ আগস্ট ২০২৫ শনিবার ২২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বর্ষায় প্রকৃতি যেন ঢেলে সাজায় তার সৌন্দর্য। ভ্রমণপিপাসুরা এসময় এমন সৌন্দর্য থেকে দূরে রাখতে পারেন না। তবে বর্ষার সময় ভ্রমণে বের হলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। এসময় ভ্রমণ বেশি উপভোগ্য।

তবে বর্ষাকালে ভ্রমণ করা কিছুটা কষ্টসাধ্যও। কারণ এসময় বৃষ্টির কারণে বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি থাকে অসুখ-বিসুখের ভয়ও। বৃষ্টির সময়ে ভ্রমণে গেলে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন—

গন্তব্য নির্বাচন

বর্ষায় পাহাড়, নদী, ঝর্না দেখতে যাওয়ার পরিকল্পনা করলে এমন জায়গা বেছে নিন, যে স্থান প্রবল বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়বে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রাম, ট্রেক করে বা নদী পেরিয়ে যেতে হয়, এমন জায়গাগুলো বর্ষায় ভ্রমণের তালিকায় না রাখাই ভাল। পাহাড়ে গেলেও, একটু বড় জনপদ, যেখানে আটকে পড়লে কয়েক দিন অন্তত থাকা-খাওয়ার অসুবিধা হবে না, এমন স্থান নির্বাচন করতে পারেন। কিংবা পাহাড়ে ধস নামে না, এমন জায়গা বেছে নিতে পারেন।

আবহাওয়া

যতই অগ্রীম পরিকল্পনা করুন না কেন, যাওয়ার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন সেই জায়গার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিন। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিতে নদী ফুঁসে উঠলে, পাকা সড়কও ভেঙে যেতে পারে। সেই জায়গায় আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, সে সম্পর্কে জেনে তবেই বাড়ি থেকে বের হবেন। যদি কোনও সতর্কতা জারি থাকে, অতি উৎসাহে মোটেও তা এড়িয়ে যাবেন না।

প্যাকিং

বর্ষাকালে বেড়ানোর জন্য একটু ভেবেচিন্তে প্যাকিং করা দরকার। এমন পোশাক নিন, যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। লিনেন বা নাইলনের জামাকাপড় নিতে পারেন। সম্ভব হলে ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। তা সম্ভব না হলে ঘাড়ের ব্যাগে বড় পলিথিন রাখুন, হঠাৎ বৃষ্টিতে আশেপাশে আশ্রয় না থকলে যেন ঘাড়ের ব্যাগটি পলিথিনে ভরে নিতে পারেন। সঙ্গে রাখুন রেইনকোট এবং ছাতা। মোবাইল, চার্জার, ক্যামেরার ব্যাটারি, ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি অবশ্যই জিপলক ব্যাগ বা ভালো মানের পলিথিনে ভরে রাখুন। জল এবং অতিরিক্ত আর্দ্রতা ক্যামেরার লেন্সের জন্য ক্ষতিকর হতে পারে। সে কারণে ক্যামেরার বিষয়ে বিশেষ ব্যবস্থা নিন।

জরুরি জিনিস

পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলবেন না। বর্ষায় ঘণ্টার পর ঘণ্টা কোনও এলাকা বিদ্যুৎবিহীন থাকতে পারে। বিপদে পড়লে যোগাযোগের জন্য মোবাইল ফোনটিই আপনার ভরসা। সেই সঙ্গে ব্যাগে রাখুন অতিরিক্ত কিছু পলিথিন, দড়ি, কাঁচি, লাইটার জাতীয় জরুরি কিছু জিনিস।

পানি, খাবার এবং ওষুধ

বর্ষায় ধস নামলে বা রাস্তা ভেঙে গেলে যে কোনো জায়গায় আটকে পড়তে পারেন। তাই সঙ্গে বিশুদ্ধ খাবার পারি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ রাখুন।

হাতে সময় নিয়ে রাস্তায় বের হন

রাস্তায় পানি জমলে যানবাহন পাওয়া কঠিন, বাড়তি সময়ও লাগতে পারে। তাই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন। বিমান, ট্রেন বা বাসের নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করুন। তবে বিমানে কোথাও যাওয়ার পরিকল্পনা করলে বিকল্প ভেবে রাখুন। কারণখারাপ আবহাওয়া তে ফ্লাইট বাতিল হতে পারে বা পিছিয়ে যেতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT