মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

বদলীর সব নথিতে সিনিয়র সচিবের অনুমোদন দেওয়ার আদেশ জারি

প্রকাশিত : ০৬:০৪ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ৬৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বদলী, পদায়ন, বদলীর আদেশ পরিবর্তন এবং অবমুক্তকরণের সব নথিতে সিনিয়র সচিবের অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

জারি করা আদেশে বলা হয়, প্রশাসনিক সংস্কার কার্যক্রম গতিশীল রাখতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য উল্লিখিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী বদলী ও পদায়ন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সিনিয়র সচিবের কাছে জমা হয়েছে। এমন বাস্তবতায় সচিব উপরিউক্ত সদ্ধিান্ত নিয়েছেন। কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং কিছু ক্ষেত্রে অনিয়ম সংঘঠনের খবর পেয়ে সিনিয়র সচিব উল্লিখিত সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মচারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন বদলীতে সবচেয়ে বেশি অনিয়ম হয়। অথচ সব ক্ষেত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল অনুকরণীয়। মন্ত্রণালয়টির প্রশাসন, শৃঙ্খলা ও তদন্ত, এপিডি, মাঠপ্রশাসন, সংস্কার ও গবেষণা, বিধি, ক্যারিয়ার প্লানিং ও প্রশিক্ষণ এবং সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে কিছু কর্মচারী যুগ যুগ ধরে একই পদে কর্মরত। এমন কি পদোন্নতির পরও তারা পদ ছাড়তে নারাজ। নিকট অতীতে এমন বহু ঘটনা ঘটেছে। সরকার আসে সরকার যায় কিন্তু তাদের বদলী করা হয় না। বিষয়টি সুস্পষ্ট অনিয়ম এবং ন্যায়ের পরিপস্থি।

এ সব বিষয়ে সিনিয়র সচিবের কাছে একাধিক অভিযোগ আবেদন আকারে জমা হয়েছে। সে কারণে সব বদলী ও পদায়নে নথিতে তার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT