শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বড় মনির কাছে সন্তানের পিতৃপরিচয় দাবি তরুণীর

প্রকাশিত : ০৮:০৯ পূর্বাহ্ণ, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১৩৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ধর্ষণ মামলা করার পর টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনির কাছে এবার সন্তানের পিতৃপরিচয় দাবি করেছেন মির্জা তাসনিম আফরোজ এশা। ওই তরুণীর অভিযোগ, ধর্ষণ মামলা করার পর থেকে নানাভাবে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সন্তানের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করছেন তিনি। কিন্তু বড় মনির প্রভাব খাটিয়ে এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে ফেলতে পারেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্তানসহ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এশা। এ সময় তাঁর ফুফুও উপস্থিত ছিলেন।

এশার দাবি, বড় মনি ও এমপি ছোট মনি তাঁকে বিভিন্ন প্রলোভন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁকে ফ্ল্যাট, টাকা দিতে চাচ্ছেন। এখন বড় মনি তাঁকে বিয়ে করতে চান, কিন্তু তিনি রাজি না। তিনি এখন শুধু সন্তানের অধিকার চান। এশা বলেন, বড় মনি আমার সম্পত্তির সমস্যা সমাধান করে দেবে বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং বিভিন্ন রকমের ছবি তোলে। ধর্ষণের বিষয় প্রকাশ করতে নিষেধ করে। প্রকাশ করলে আমাকে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। এরপর সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বড় মনি আরও কয়েকবার আমাকে ধর্ষণ করে। আমার গর্ভে সন্তান এলে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য সে চাপ ও হুমকি দিতে থাকে। পরে বড় মনি গর্ভের বাচ্চার বিষয় অস্বীকার করে আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। এ বিষয়ে আমি মামলা করার জন্য টাঙ্গাইল সদর থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর পুলিশ মামলা নিতে বাধ্য হয়।

মামলার পরও আসামি বড় মনি প্রকাশ্যে ঘোরাফেরা করেছে অভিযোগ করে এশা বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। পুলিশ আমাকে সহযোগিতার বদলে বিভিন্ন সময় হয়রানি করেছে।

এ বিষয়ে বড় মনির বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করলে সে বলে, ‘আমার নামে ভালো করে লেখেন।’ টাঙ্গাইল জেলা প্রতিনিধিকে ফোন করতে বলে সে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT