মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ অভিযুক্ত: রব

প্রকাশিত : ০৬:১৪ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার ১১৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ এককভাবে অভিযুক্ত। এছাড়া কারাগারে জাতীয় চার নেতার হত্যা সংঘটিত হয়েছে আওয়ামী লীগ নেতার নির্দেশে। একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন ও বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি তাও আওয়ামী লীগের হাতে। ’৭৫-এর পটপরিবর্তনের অন্যতম দায় আওয়ামী লীগের।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ’ বিষয়ে এ সভার আয়োজন করে জেএসডি।

সভাপতির বক্তব্যে আ স ম রব বলেন, সিরাজুল আলম খান বাঙালির প্রাণপুরুষ। তিনি স্বাধীনতার সঙ্গে দেশ বিনির্মাণের স্বপ্নও দেখেছেন। ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন।

তিনি বলেন, দেশ শাসনে রাজনৈতিক দলের সঙ্গে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগোষ্ঠীর অংশীদারত্বের দাবি উত্থাপন করেছেন। শাসনতন্ত্র ও শাসনতান্ত্রিক রূপরেখা উপস্থাপন করেছেন। সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই।

সভায় বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি, জেএসডি নেতা তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, মোশাররফ হোসেন, সামসুল আলম নিক্সন প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT