বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৪২ হাজার যানবাহন পার

প্রকাশিত : ০৪:২০ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদ যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহনের চাপ বাড়ছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পার হয় এবং এতে টোল আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। আর সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে যানবাহন পার হয় ১৫ হাজার ৭টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

আহসানুল কবীর পাভেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT