ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ
প্রকাশিত : ০৬:২৭ পূর্বাহ্ণ, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ৪ বার পঠিত
সিলেটের লামাবাজারে মিলি দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লামাবাজারের ছায়ানীড় নামক একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তার মা সঞ্চিতা দের সঙ্গে তিনি লামাবাজারের বাসায় থাকতেন। তিনি কাজিটুলা এলাকার কিডস নামের একটি স্কুলের শিক্ষক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মিলির মা সঞ্চিতা দে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মিলি দের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নগরীর লামাবাজার থেকে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।