ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে আটকে মুক্তিপণ দাবি, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত : ১০:২১ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৩২ বার পঠিত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সখ্য গড়ে দেখা করার নামে যুবকদের বাসায় ডেকে নিত আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা। এরপর তাঁকে আটকে রেখে নির্যাতন করা হত। সেই ছবি স্বজনের কাছে পাঠিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আদায় করা হত মোটা অঙ্কের মুক্তিপণ।
এমন অপকর্ম চালিয়ে আসা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- চক্রের প্রধান আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা, তার সহযোগী রবিন মাহমুদ, আসিফ আহমেদ, মোছা. শারমিন ও জাকির হোসেন।
র্যাব-৪ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণ ও মুক্তিপণ দাবির লিখিত অভিযোগ পেয়ে বুধবার রাতে ফায়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা এক যুবককে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে নীলা। এরপর গত ২৬ মার্চ সে দেখা করতে চায়। পরে বাসায় ডেকে নিয়ে অন্য আসামিদের সহায়তায় তাঁকে আটকে নির্যাতন শুরু করে। একপর্যায়ে ওই যুবকের বাবার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না পেলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। তখন ভুক্তভোগীর বাবা র্যাব-৪ এ লিখিত অভিযোগ দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























