ফেনী-৩ আসনে মনোনয়ন পেলেন মাসুদ উদ্দিন চৌধুরী
প্রকাশিত : ০৫:৪৭ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৯৬ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
গতকাল সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এ বিষয়ে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সোনাগাজী-দাগনভুইয়া আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে, এই আসনটিতে বিগত পাঁচ বছরে কোনো ধরনের রাজনৈতিক হানাহানি, মারামারি ও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। মানুষ শান্তিতে ছিল। যদি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি পরিবেশ সুন্দর হয় তাহলে এই আসনটিতে জাতীয় পার্টির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।