বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ০৯:০৮ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০২৫ শনিবার ১০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে তাহিরপুর উপজেলার সুলেমানপুর মাদ্রাসার সামনের মাঠে ‘সুলেমানপুর বনাম শ্রীপুর’ ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জনা যায়, উপজেলার সুলেমানপুর বনাম শ্রীপুর গ্রামের এই দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে রেফারির সাথে খেলোয়াড়দের কথা-কাটাকাটি নিয়ে সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোবাশ্বির আলম সুমনের নেতৃত্বে একদল যুবক শ্রীপুর গ্রামের ফুটবল খেলোয়াড়দের উপর হামলা চালায়। এই হামলায় শ্রীপুরের অন্তত ৫ জন খেলোয়াড় আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, খেলার ফলাফল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নল‌ছি‌টি‌তে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের আলোচনা সভা
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, সুলেমানপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোবাশ্বির আলম সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় টিম’- সুনামগঞ্জ-১ এর সদস্য ছিলেন। এছাড়া তিনি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকারের আশীর্বাদপুষ্ট ও বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT