সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফল মেনে সহযোগিতার আশ্বাস আজমত উল্লার

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ২৭ মে ২০২৩ শনিবার ১৬৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, ইভিএমে কিছু ত্রুটি থাকলেও ফলাফল মেনে নিয়েছি। যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমি স্বাগত জানাই। তিনি (জায়েদা খাতুন) যদি চান তাহলে সহযোগিতা করব। দেখা যাক তিনি কী ধরনের সহযোগিতা চান।

শুক্রবার গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজমত উল্লা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি।

আজমত উল্লা আরও বলেন, আমি রায় মেনে নিয়েছি। এটা যদি অন্য কারও বিপক্ষে যেত তিনি কি মেনে নিতেন? এখন তিনি বলবেন সুষ্ঠু। আমি একটা নীতি অনুসরণ করে চলি। আমি একটা নৈতিকতা মেইনটেইন করি। সুতরাং নির্বাচন আমার বিপক্ষে গেলেই আমি বলব এটা সঠিক নয়। এ কালচার থেকে জাতিকে বের হয়ে আসতে হবে।

পরাজয়ের কারণ খুঁজে বের করা হবে জানিয়ে আজমত বলেন, আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, দলের সবাই বসে পর্যালোচনা করে নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজে বের করা হবে। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘নৌকা নয়, ব্যক্তির পরাজয় হয়েছে’-ভোটে জয়লাভের পর জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র ও প্রধান নির্বাচনি সমন্বয়ক জাহাঙ্গীর আলমের এমন মন্তব্য প্রসঙ্গে আজমত বলেন, কথাটি স্টান্টবাজি, আমি নৌকার প্রার্থী, আমার পরাজয় মানে নৌকার পরাজয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT