সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে জাহাঙ্গীরের মা, দিলেন যেসব প্রতিশ্রুতি

প্রকাশিত : ০৬:০৫ পূর্বাহ্ণ, ৭ মে ২০২৩ রবিবার ১৬২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে হাজির হলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনের গতি যে দিকেই গড়াক অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তিনি।

শনিবার দুপরে মহানগরের ছয়দানাস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এসময় তিনি বলেন, আমার ছেলে জাহাঙ্গীর আলমকে একটা মিথ্যা ভূয়া কথায় ফেলে গত ১৮ মাস ধরে স্তব্ধ করে রেখেছে। সবকিছু লুটপাট করে নিয়েছে। এ কারণে, আমি ভোটে দাঁড়িয়েছি। দেখি আল্লাহ পাকের ইচ্ছায় কি হয়। জনগণ আমাদেরকে কেমন ভালোবাসে।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ছেলে যে কাজগুলো করেছে, আমি তার পথ ধরেই কাজ করবো। যে সকল কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে নির্বাচিত হলে আমি আমার ছেলেকে নিয়ে ওই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো।

জনগণ কেন আপনাকে ভোট দেবে এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জনগণ আমাদের পাশে আছে, যদি সুষ্ঠু ভোট হয়, যদি কোন প্রকার কারচুপি না হয়, তবে দেখবেন সিটির ৫৭টি ওয়ার্ডের জনগণই আমার সঙ্গে আছে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি সকলের সঙ্গে যোগাযোযোগ রাখবো, ওয়ার্ডে ওয়ার্ডে যাব, আমার চাওয়া পাওয়া আমি নিজে গিয়ে ভোট চাইবো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT