মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোটের আবেদন চেয়ে ইসির বিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৯:০৭ পূর্বাহ্ণ, ২২ নভেম্বর ২০২৩ বুধবার ১১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বিজ্ঞপ্তিতে তফশিল ঘোষণার ১৫ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। প্রবাসী, জেলখানা বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক ব্যক্তি এবং নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

নির্বাচন কমিশনের পরিচালক মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২০-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় রয়েছে এমন ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য তফশিল ঘোষণার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারের জন্য আবেদন করতে বলা হয়েছে। ওই আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

রিটার্নিং অফিসার ভোটারের আবেদন পাওয়ার পর অনতিবিলম্বে উক্ত ভোটারের কাছে ডাকযোগে ব্যালট পেপার ও খাম পাঠাবেন। যে খামের ওপর তারিখ প্রদর্শন করে সার্টিফিকেট অব পোস্টিংয়ের একটি ফরম থাকবে; যা ডাকে পাঠানোর সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পূরণ করা হবে। পোস্টাল ব্যালটের ভোট মূল ফলাফলে যুক্ত হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT