পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট খালিদ
প্রকাশিত : ১১:২৭ পূর্বাহ্ণ, ৯ অক্টোবর ২০২৪ বুধবার ১০৩ বার পঠিত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসেনকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদের সভাপতি ও পেশাজীবী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের উপদেষ্টা রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ড. জাফর মাহমুদের সভাপতিত্বে এক সভায় অ্যাডভোকেট খালিদ হোসেনকে সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।