মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পিটার হাসের ওপর ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

প্রকাশিত : ০৮:১৩ পূর্বাহ্ণ, ১ নভেম্বর ২০২৩ বুধবার ১১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে কিছু বিদেশি সংস্থার উচিত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করা। তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবেন এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক অবস্থান নেবেন। তারা একটা দল করুক, দেখা যাক জনগণের কাছে তারা কত ভোট পায়।‘

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে মোমেন বলেন, ‘এ কথা ভুলে যান। এটা কোনো ব্যাপার না। আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।‘

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ‘বর্বরতা ও ধ্বংসযজ্ঞ’ তাদের দলের জন্য লজ্জাজনক এবং পুলিশ হাসপাতাল ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতার কারণে গত ১৫ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বরাত দিয়ে তিনি বলেন, বিএনপির হরতাল ও অবরোধে সারাদেশে ১৬০০ কোটি টাকা বা প্রতিদিন জিডিপির শূন্য দশমিক ২ শতাংশ খরচ হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT