বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

প্রকাশিত : ০৬:১৪ পূর্বাহ্ণ, ১৮ মে ২০২৪ শনিবার ৮৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের লোকসভা (জাতীয়) নির্বাচন, বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে দীর্ঘ ৫ দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।

এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার ও রোববার বন্দর এবং কাস্টমসের কার্যক্রম চলবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সোমবার সকাল থেকে বেনাপোল–পেট্রাপোলের মধ্যে আমদানি–রপ্তানি বন্ধ হয়ে যাবে। আগামী ২৩ মে থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি যথারীতি চলবে।

এদিকে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ–ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় একটু বেশি ভিড় থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের কারণে– ১৮, ১৯, ২০ মে এবং ২১ মে শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি থাকবে। সব মিলিয়ে ৫ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র ৭ দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। দীর্ঘ ৫ দিনের ছুটির কারণে স্থবির হয়ে পড়বে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম। এতে করে সীমান্তের দুপাশে পণ্যবাহী ট্রাকজট বাড়বে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, ৫ দিনের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT