সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবারের এমপি হুইপ আতিউরকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র ছানু

প্রকাশিত : ০৭:১৫ পূর্বাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ১২৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শেরপুর-১ আসনে পাঁচবারের এমপি হুইপ আতিউর রহমান আতিককে পরাজিত করে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম রোববার মধ্য রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ছানুয়ার হোসেন ছানু জয়লাভ করায় তার বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীরা রোববার মধ্যরাতে ছানুকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমবেত হন। সেখানে রাখা বক্তব্যে ছানু শেরপুরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে অভিনন্দন জানান এবং সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান।

এ সময় নবনির্বাচিত এমপি ছানুয়ার হোসেন ছানু আরও বলেন, রাতের শেষে যেমন দিন এবং দিনের শেষে যেমন রাত ঠিক তেমনি বিজয়ের পেছনে পরাজয়। আমাদের খুবই সতর্কতার সঙ্গে সাবধানে ইমানের সঙ্গে চলতে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না।

শেরপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- শেরপুর-১ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট।

শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ ভোট পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT