নৌকার প্রার্থী এমপি হয়ে গেছে, শুধু শপথ বাকি!
প্রকাশিত : ০৯:৫৮ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ১০৮ বার পঠিত
উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা খোরশেদ আলম বলেছেন, পটিয়ায় নৌকার প্রার্থী এমপি হয়ে গেছেন, শুধু শপথ বাকি আছে।
বুধবার রাতে নির্বাচন নিয়ে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নৌকার বাইরে কেউ ভোটকেন্দ্রে গেলে তাদের সবাইকে টিনের চশমা পরিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
তিনি আরও বলেন, আমি নেতাকে কথা দিয়েছি এই এলাকা থেকে নৌকার বাইরে কেউ ভোটকেন্দ্রে যাবে না। কেউ যদি সংযুক্ত থাকেন আমি আপনাদের মেসেজ দিচ্ছি- আপনারা অনেক ভুল করেছেন। আবারো বলছি মোতাহেরুল ইসলাম এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা মনোনীত প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এ আসন থেকে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন অংশ নিয়েছেন।
ওই ইউপি সদস্য আরও বলেন, সবার প্রতি বিশেষ অনুরোধ এলাকায় কারা বিএনপি করে, কারা ঈগল করে সবই আপনারা জানেন। তারা কারও ভাই লাগে, কারও চাচা লাগে, কারও নিকটাত্মীয়। তাদের আপনারা বুঝাবেন। কারণ আমাদের মোতাহেরুল ইসলাম ইনশাআল্লাহ্ এমপি হয়ে গেছেন। তিনি শুধু শপথ নেবেন। যারা না বুঝে ঈগলের পক্ষে কাজ করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ওরা এখনো রঙ্গিন স্বপ্ন দেখছে। কারণ ওরা পাপ করতে করতে ভারি হয়ে গেছে। তারা এখন ভালো আর মন্দ বুঝতেছে না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা বুঝতেছে না। আপনারা ওদের বুঝাবেন। আগামী ৭ তারিখ যেন নৌকার বিপক্ষে গিয়ে কেউ ভোট সেন্টারে না দাঁড়ায়। আমি নেতাকে কথা দিয়েছি এখান থেকে নৌকার বাইরে কেউ ভোটকেন্দ্রে যাবে না। যদি কেউ যায় আমরা আমাদের ব্যবস্থা নেব। আমরা যদি সেটা না করি তাহলে আমি যে মামলার আসামি করি নাই, ঘরে যে পুলিশ পাঠায় নাই, তাহলে সেদিন নেতাদের সঙ্গে যে কথা দিয়েছি তা সাংঘর্ষিক হবে। সেদিন আমরা কাউকে চিনব না। কঠোর হাতে শক্ত হাতে আমরা প্রতিবাদ করব।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।