নেতাদের মুক্তিতে অবদান রাখায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ হেফাজতের
প্রকাশিত : ০৫:১৩ পূর্বাহ্ণ, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১২৩ বার পঠিত
কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ যারা অবদান রেখেছেন তাদের প্রতি আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার সংগঠনটির মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে এই ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, একই সঙ্গে অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি, এখনো অনেক নেতাকর্মী কারাবন্দী। জামিন পাওয়া তাদের সাংবিধানিক অধিকার।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এই বিবৃতিতে অনতিবিলম্বে কারাবন্দীদের মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন হেফাজত মহাসচিব। তিনি বলেছেন, ঈদ মুসলমানদের আনন্দ ও খুশির দিন। শরিয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশি উদযাপনে বাধা নেই। তবে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ উদযাপন হারাম।
বিবৃতিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সুবিধাবঞ্চিতরা কষ্টে জীবনযাপন করছে। তাদের ঘরে নেই ঈদের খুশি। গরিব, দুঃখী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব।
এছাড়া বিপনীবিতানগুলোতে একের পর এক আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত পুনর্বাসন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাজিদুর রহমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।