সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা দিলেও ভারত থেকে ২৬ ট্রাকে এলো ৭৪৩ টন পেঁয়াজ

প্রকাশিত : ০৯:০৪ পূর্বাহ্ণ, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার ৯২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা দিলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এই ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।

রোববার সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য যে এলসি করেছিল সেই পেঁয়াজগুলো এখন আমাদের স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। নতুন করে আর এলসি পাওয়া যাবে না বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ৭ ডিসেম্বর হতে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরেই চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT