মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির বৈঠক আজ

প্রকাশিত : ০৯:১৯ পূর্বাহ্ণ, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার ১০৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আসন দুটিকে ৩০ সেপ্টম্বর থেকে শূন্য ঘোষণার কথা উল্লেখ রয়েছে।

আসন দুটিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন সচিবালয়। বৈঠকের পর দুটি আসনে নির্বাচনের বিষয়ে ইসি তার অবস্থান জানাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান।

সংবিধানে আসন শূন্যের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের কথা বলা আছে। এ হিসাবে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে এ দুটি আসনে উপনির্বাচন করার বিধান রয়েছে।

অপরদিকে নির্বাচন কমিশন বলে আসছে, তারা নভেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা ও জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করবে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনাও শুরু হবে আগামী ১ নভেম্বর। ইসির কর্মকর্তারা বলেন, সাধারণ তফশিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত ৩৫-৪০ দিন সময়ের প্রয়োজন হবে।

এমন অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনার সময়ের মধ্যে এ দুটি আসনের ভোটের দিন পড়ে যাবে। এই পরিস্থিতিতে দুটি সংসদীয় আসনের উপনির্বাচন হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন আজ বৈঠক ডেকেছে। বৈঠকে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হলে আজই তফশিল ঘোষণা হতে পারে।

জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কমিশন বৈঠকে যে সিদ্ধান্ত দেবে ইসি সচিবালয় তা পালন করবে। আপাতত এর বেশি কিছু বলার নেই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT