‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ’
প্রকাশিত : ০৬:১৭ পূর্বাহ্ণ, ২৪ জুন ২০২৩ শনিবার ১৪৫ বার পঠিত
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম অপকৌশল গ্রহণ করছে। যা জনগণ মেনে নেবে না।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে যে শর্ট অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, তা অমান্য করেছে সরকার। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়েছে বলে সরকার প্রধান যে বক্তব্য দিয়ে আসছেন তা সত্য নয়।
তিনি আরও বলেন, প্রধান বিচারপতি খায়রুল হক অবসর গ্রহণের ১৬ মাস পরে যে পূর্ণাঙ্গ আদেশে সাক্ষর করেছেন তা বেআইনি। বিচারপতিরা অবসর গ্রহণের পর কোনো রায়ে স্বাক্ষর করার বিধান নেই। এ রকম বহু বিচারপতির আদেশ আছে। সুপ্রিম কোর্টের শর্ট আদেশ অমান্য করে পূর্ণাঙ্গ রায় জারি হওয়ার পূর্বেই এমিকাসকিউরির একজন বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দিয়েছিলেন।
ড. রেদোয়ান আহমেদ শুহিলপুর ইউনিয়নের যোগী বাজার, ইলিয়টগঞ্জ বাজার, কুটুম্বপুর বাজার ও মুরাদপুর বাজারে পৃথক পথসভায় বক্তৃতা করেন।
পৃথক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সভাপতি মো. আল আমিন, উপজেলা গণতান্ত্রিক যুব দল সাধারণ সম্পাদক রাজীব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহজুর রহমান প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।