নিজের টাকায় আজমত, শ্বশুর ও চাচার টাকায় নির্বাচন করছেন রনি সরকার
প্রকাশিত : ০৬:১৮ অপরাহ্ণ, ১৯ মে ২০২৩ শুক্রবার ১৬৭ বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যারা লড়ছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের আজমত উল্লা খান এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নিজের টাকায় ভোট করার হিসাব দিয়েছেন নির্বাচন কমিশনে।
আরেক আলোচিত প্রার্থী ‘বিএনপি পরিবারের’ স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি যে খরচ করছেন, তার সিংহভাগ তার সম্পত্তির ভাড়া থেকে এসেছে। কিছু অর্থ দিয়েছেন শ্বশুর, কিছু অর্থ এক চাচা।
আগামী ২৫ মে ঢাকা গাজীপুর নগরে এই ভোটে মেয়রপ্রার্থীরা খরচ করতে পারবেন সর্বোচ্চ ৩০ লাখ টাকা।
প্রচারে নামার আগেই প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে নির্বাচনের খরচ ও প্রাপ্তির উৎস সম্পর্কেও জানাতে হয়েছে। সেখানে এসব তথ্যের উল্লেখ আছে।
স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলামের নগদ টাকা আছে ২৫ লাখ; আর ব্যাংকে আছে ১০ লাখ ৫৫ হাজার ৩০৮ টাকা। স্বর্ণ আছে ৫৩ ভরি।
ঘরভাড়া থেকে ১৮ লাখ ও এক চাচার কাছ থেকে তিন লাখ টাকা পাবেন তিনি। বাকি টাকার মধ্যে ব্যবসায়ী শ্বশুর এনামুল হক দেবেন পাঁচ লাখ টাকা। আশরাফুল নামে একজনের কাছ থেকে ধার নেবেন দুই লাখ টাকা। মতিউর রহমান নামের এক ব্যক্তি ‘স্বেচ্ছায় দান’ করবেন সমপরিমাণ টাকা।
রনির চাচা হাসানউদ্দিন সরকার ২০১৮ সালে ধানের শীষ নিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের কাছে হেরে গিয়েছিলেন।
হাসান সরকার এবার তার দল বিএনপির সিদ্ধান্তে ভোট থেকে দূরে। তবে তার পরিবার রনি সরকারের পাশেই আছে।
যে চাচা টাকা দেবেন, তিনি হাসান সরকার কিনা, এই প্রশ্নে রনি বলেন, “না, হাসান চাচার কাছ থেকে টাকা নিচ্ছি না। আমার আরও চাচা আছেন এবং তারা সম্পদশালী। তাদের মধ্যে নাজিম চাচা দেবেন তিন লাখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।