বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস

প্রকাশিত : ০৪:০৭ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন সম্পূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৯টায় সম্পূর্ণভাবে আগুন নেভানোর পর শুরু হয় মার্কেট পরিষ্কারের কাজ।

ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ২৫ কর্মীসহ মোট ৩১ জন আহত হয়েছেন।

আগুন নেভানোর পর মার্কেট পরিষ্কারের কাজ শুরু হয়। সিটি করপোরেশন ও মার্কেটের লোকজন ধ্বংসাবশেষ পরিষ্কারের করেন।

এদিকে নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভে যাওয়ায় নিউ মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর আজ রাজধানীর নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসাবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT