রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়নে সফল শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত : ০৯:১৩ পূর্বাহ্ণ, ২৮ জুন ২০২৪ শুক্রবার ৯১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দারিদ্র্যতা দূর করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। আজ দেশের এমন কোন জায়গা নেই, যেখানে নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারেনি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য পুরুষের পাশাপাশি সমানতালে নারীদেরকে এগিয়ে আসতে হবে। নারীদের মেধা ও শ্রম দেশের কল্যাণে ব্যবহার করতে হবে। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু দেশ ও দেশের মানুষের জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। মানুষের অধিকার আদায় করতে গিয়ে তিনি জীবনের অর্ধেকটা সময় কারাগারে কাটিয়েছেন। তাকে বার বার ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়েছে। তবুও বঙ্গবন্ধু পিছপা হয়নি। পিতার মতোই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT