নাটোরে কুপিয়ে কেটে দেওয়া হলো যুবলীগ নেতার পায়ের রগ
প্রকাশিত : ০৭:৫০ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০২৪ বুধবার ৯১ বার পঠিত
নাটোরে দলীয় কর্মীকে হত্যা মামলায় ২ মাসের মাথায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা। গুরুতর জখম অবস্থায় সোমবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই যুবলীগ নেতা হাসুর স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। যুবলীগ কর্মী শিহাব হোসেন শিশির হত্যার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে নাটোর শহরের হেমাঙ্গিনী সেতু এলাকায় আসেন যুবলীগ নেতা হাসু। এ সময় নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকনুজ্জামান হিরোর অনুসারী রাব্বির নেতৃত্বে ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা হাসানুর রহমান হাসুকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।