ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
প্রকাশিত : ০৯:০৮ পূর্বাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ৯৫ বার পঠিত
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী উপর হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সোমভাগ ইউনিয়নের দেপশাই নয়াপাড়া খেলার মাঠে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ শাওনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও এখনও সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সভাপতি জিলানী উপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।