রবিবার ১৯ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১

প্রকাশিত : ০৭:১৬ অপরাহ্ণ, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১৩৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসষ্টান্ডে প্রেসক্লাবে সামনে বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের উপর উঠিয়ে দিল বাস। এতে ঘটনাস্থলেই মারা যান ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাসহ ২ জন এবং গুরুতর আহত হন ১। স্থানীয়রা বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, ধামরাই প্রেসক্লাবে সামনে ঢাকা- আরিচা মহাসড়কের পাশে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এসময় মহাসড়ক দিয়ে দ্রুতগামী সেলফি যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত রুবেল পারভেজ। সে মানিকগঞ্জ জেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন। তার বআড়ি ধামরাই বাগনগর বলে জানা গেছে। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি। আর গুরুতর আহত ১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT