দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ০৫:৪০ পূর্বাহ্ণ, ২৭ মে ২০২৪ সোমবার ১১৭ বার পঠিত
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছে বেশকিছু যানবাহন।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিএ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























