দেশে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড
প্রকাশিত : ০৭:০৪ পূর্বাহ্ণ, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ৯ বার পঠিত
দেশে সোনার দামের নতুন রেকর্ড তৈরি হলো। দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। এতে ভরিপ্রতি দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই সমন্বয় আনা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেটের সোনা ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকায় বিক্রি হবে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত আছে।
এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল ভরি প্রতি ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় পৌঁছেছিল ২২ ক্যারেট সোনার দাম, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। সর্বশেষ ১ সেপ্টেম্বর ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।