বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

প্রকাশিত : ০৫:১০ পূর্বাহ্ণ, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১৬৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশে প্রথমবারের মতো বিশ্বমানের বিশেষায়িত জুয়েলারি পার্ক হচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে। স্বর্ণ শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা সিটির লেভেল-৭-এ বিশেষ একটি জোনে হবে এ পার্ক। মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার।

এই পার্কে অগ্রাধিকার পাবেন দেশীয় স্বর্ণ শিল্পের উদ্যোক্তারা। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট (বিজিআরএল) ডিস্ট্রিবিউশন হাব হিসেবে এখানে কার্যক্রম চালাবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালংকার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের স্বর্ণ শিল্পের অভূতপূর্ব সাফল্যের অংশীদার বাজুস। সংগঠনটি দেশের স্বর্ণ খাতের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন ও বিপণনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাজুস জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এই পার্কে বিশেষ সুবিধায় ৩০০ বর্গফুটের দোকান কেনার সুযোগ দিচ্ছে তারা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এমন ২০০টি দোকান বিক্রি করা হবে। এজন্য আগ্রহী ব্যবসায়ীদের বাজুস অফিস, লেভেল-১৯ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অথবা ০১৭১৩৩৬৬৬৬৪, ০১৯৬৬৬৬৬৫৫৫, ০১৭১২৩৯২৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT