রবিবার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইফেরত যাত্রীর কাছে মিলল সোয়া কোটি টাকার সোনা

প্রকাশিত : ০৫:২২ অপরাহ্ণ, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার ১৯৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মাসুদ রানা। তার বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। আটক স্বর্ণবারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে এক যাত্রী সোনা নিয়ে আসছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। চট্টগ্রামে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও সিসা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT