সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

প্রকাশিত : ০৮:৪৭ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, তৃণমূলে জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে; জনগণের কাছে যেতে হবে। জাতীয় পার্টি ও আমার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা।

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন কর্মীর মৃত্যুতে বর্ধনপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সালমা ইসলাম এমপি জাতীয় পার্টির প্রয়াত নেতা হযরত মোল্লা, মো. তুহিন এবং দুলালের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমাদের সবাইকে একদিন আল্লাহর ডাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশ, সমাজ ও মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য রাজনীতির মাধ্যমে সেবা করে যাওয়া। তিনি তুহিনসহ তিন কর্মীর জন্য সবার কাছে দোয়া চান।

তিনি আরও বলেন, রাজনীতি দলবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসের আশ্রয়খানা হয়ে উঠতে পারে না। আমি মনে করি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী যদি চান তবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন হয়ে উঠতে পারেন। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। মানুষের সমস্যা জানার ও তা সমাধানে চেষ্টার করার জন্য। কেননা রাজনীতি নিজের সুবিধার জন্য নয়, আমরা রাজনীতিতে আত্মনিয়োগ করেছি দেশবাসীর কল্যাণের জন্যই। তাই আমাদের রাজনীতির লক্ষ্য দেশ, সমাজ ও রাষ্ট্রের মানুষের কল্যাণ করা।

এ সময় তিনি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মতো দেশপ্রেমিক ও সমাজসেবক হয়ে দোহার-নবাবগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বর্ধনপাড়া মসজিদের ইমাম মাহমুদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, কফিল উদ্দিন দেওয়ান, আনোয়ার মোড়ল, মো ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, সলেমান মেম্বার, আইনুল হক চৌধুরী, মো. মনির হোসেন, আক্তার মেম্বার, মতিন মেম্বার, মো. তাজুল ইসলাম, আব্দুস সালাম, মো. ফরিদ হোসেন, বাহার হোসেন, অমল দাস, দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী, সহ-সভাপতি আফজাল সিকদার, জাতীয় পার্টি নেতা মনির হোসেন, শ্রী কৃষ্ণ সাহা, নারীনেত্রী আছমা আক্তার রুমি, রেশমা আজাদ, তাজনিন আহমেদ নিনা, লুতফা মেম্বারসহ জাতীয় পাটি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মহিলা পার্টির নেতাকর্মীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT