সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয়বার মনোনয়নপত্র কিনলেন সুজাতা

প্রকাশিত : ০৯:২৯ পূর্বাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সংসদ সদস্য হওয়ার খুব ইচ্ছা ‘রূপবান’খ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুজাতার। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছেন দীর্ঘদিন ধরেই।
দলটির হয়ে নিজের সুপ্ত ইচ্ছা পূরণের জন্য এর আগে দুইবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। এবারও তিনি মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছেন। এরইমধ্যে সেটি জমাও দিয়েছেন।

সুজাতা বলেন, ‘আমার এবং আমার শ্বশুরবাড়ির সবাই আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধে আমাদের পরিবার বিশেষ ভূমিকা রেখেছে। সেই হিসেবে আজ যেতে চাচ্ছি না। আমি নিজেও মনেপ্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। এর আগেও সংরক্ষিত নারী আসনের জন্য আমি দুবার মনোনয়নপত্র ক্রয় করেছিলাম। এই নিয়ে তৃতীয়বার। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার সদয় বিবেচনা করবেন। সবার কাছে দোয়া প্রার্থী আমি।’

এদিকে বর্তমানে এ অভিনেত্রী দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে অভিনয় করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT