‘তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই’
প্রকাশিত : ০৭:০৩ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২৪ শনিবার ৫৮ বার পঠিত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই।
শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় ইউনেস্কো কর্তৃক অনুমোদিত ইমপ্লিমেন্টিং কমিউনিটি বেইসড হেরিটেজ ফেস্টিভাল ইন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধ লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বে প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে সাজাতে একটি ছোট সময়ের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। ১৯৭১ সালে স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি ঘৃণা নয় ভালোবাসায় বাংলাদেশকে ভরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘আনন্দ বৈভব : উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদান বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্টের সমন্বয়ে পরিবেশিত হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।