তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব
প্রকাশিত : ০৫:৫৭ পূর্বাহ্ণ, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার ৯ বার পঠিত
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এআই হাব হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। আইসিটিকে (এআই) কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্ম তারুণ্যের সৃষ্টি ও আত্মপ্রকাশের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।
গত বছর স্থানীয় অপারেটর এই প্ল্যাটফর্মের ঘোষণা করে। দ্রুতই তরুণ প্রজন্মের কাছে এই ডিজিটাল হাব সহযাত্রী হয়েছে। এখানে প্রযুক্তি শুধুই একটি মাধ্যম নয়, বরং স্বপ্নপূরণের সারথি।
ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পরিবেশের জন্য তরুণদের যোগ্য করে তুলতে নিজেদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি টুলস নিয়ে এসেছে ডিজিটাল লাইফস্টাইল প্যাক রাইজ। যার এআই টুলসের মাধ্যমে কথা বলার দক্ষতা থেকে শুরু করে চাকরির উপযোগী সিভি তৈরি করা যায়। অগ্রসর ও সক্রিয় গ্রাহক নিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নতুন প্রয়াস।
এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বাড়তি সুবিধাই নয়, সৃজনশীল সহযোগী হিসেবে তরুণ প্রজন্মের নিজেদের স্বনির্ভর আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে কাজ করবে। নতুন প্রকাশ করা ফিচারের মধ্যে রয়েছে ভোকালাইজ, যা দেশীয় এআই স্পিকিং কোচ। এটি উচ্চারণ ও টোনকে পরিশীলিত করতে সহায়তা করছে। ফলে তরুণরা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনার আগে নিজেদের প্রস্তুত করে নিতে পারছেন।
অন্যদিকে, রাইজের সিভি-রাইজার ফিচার কয়েক মিনিটের মধ্যে সিভি তৈরি করতে সক্ষম। অ্যাভাটারাইজ ফিচার ব্যক্তিত্ব ও স্টাইল অনুযায়ী ডিজিটাল অ্যাভাটার তৈরি করে। এই প্ল্যাটফর্মের এআই টুলস একসঙ্গে লক্ষাধিক গ্রাহককে নিজেদের প্রকাশে ও অনলাইনে তাদের পেশাদার উপস্থিতি তৈরিতে সহায়তা করে। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের তরুণরা শুধু কানেক্টিভিটিই নয়; বরং এমন সুযোগের খোঁজে, যা স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে ও ডিজিটাল স্পেসে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।
উদ্যোক্তারা বলেন, উদ্ভাবিত প্যাকের মাধ্যমে প্রযুক্তিগত সেবার বাইরে গিয়ে এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে এআইনির্ভর তরুণরা তাদের মেধা প্রকাশ করতে পারবেন। কারণ, যখন তরুণ প্রজন্ম জাগ্রত হয়, তখন পুরো দেশ এগিয়ে যায়। তরুণদের দক্ষতা উন্নয়নে এই প্ল্যাটফর্মের সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজ– তিনটি টুলসের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজ দ্রুত ও সহজ হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীর সময় বাঁচিয়ে কাজের মানোন্নয়নে সহায়ক হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























