তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল
প্রকাশিত : ০৯:২৮ পূর্বাহ্ণ, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার ১১ বার পঠিত
তথ্য অধিদপ্তরের ৮টি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশমূলে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরও বলা হয়, এই কমিটির সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তথ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্য পদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক জনস্বার্থে বাতিল করা হয়েছে।
শূন্য পদগুলো হলো- ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার ৪টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি, ড্রাইভার ৩টি, ক্যাটালগার ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি ও অফিস সহায়ক ১৮টি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























