রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডে ষষ্ঠ শ্রেণির নিবন্ধন শুরু ১০ সেপ্টেম্বর

প্রকাশিত : ০৯:০৫ পূর্বাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার ৯৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা বোর্ডের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন করতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৯ বছরের বেশি। আর সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছর পর্যন্ত। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। সবার জন্য ৭৪ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসাবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য দিতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে eSIF SIX ক্লিক করে Payable fees of VI 2024 এ Application name, mobile no. এবং Number of Students দিয়ে Print Sonali seba ক্লিক করে সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফরমটি ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না।

ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। ফি পরিশোধের পুনরায় সোনালি সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা এবং বাদপড়া শিক্ষার্থীদের তথ্য পূরণ করতে পারবেন।

এতে আরও জানানো হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে নিবন্ধনের সুযোগ পাবে। আর পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন না। কোনো শিক্ষার্থী নিবন্ধন থেকে বাদ পড়লে বা ভুল হলে, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT