ঢাকায় চলছে উদ্যোক্তা মেলা
প্রকাশিত : ১০:০২ পূর্বাহ্ণ, ৩০ আগস্ট ২০২৩ বুধবার ১১৩ বার পঠিত
অনলাইন উদ্যোক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের (এনবিএমইজিএফ) আয়োজনে ঢাকায় চলছে উদ্যোক্তা মেলা। সারা দেশের ৬৪ জেলার খাবার ও বিখ্যাত সব পণ্য নিয়ে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয় ২৪ আগস্ট। রাজধানীর ধানমণ্ডির সেলিব্রিটি কনভেনশন হলে ব্যতিক্রমী এ মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মেলা শেষ হবে আগামীকাল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যতিক্রমী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান, ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও ৬৪ জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে আমাদের এ মেলা। এখানে আপনি যেমন আপনার জেলার সেরা খাবারটি খেতে পারবেন, একইভাবে খেতে পারবেন অন্য যে কোনো জেলার স্বাদের খাবারটি।
তিনি বলেন, মূলত জেলা ব্র্যান্ডিং করা ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধসংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম-উদ্যোক্তা তৈরির কারখানা। এটি দেশের একমাত্র প্লাটফমর্, যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























