ঢাকায় অঘোষিত সফরে অজিত দোভাল, আলোচনা করলেন যে বিষয়ে
প্রকাশিত : ০৫:৪০ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার ১০৪ বার পঠিত
গত সপ্তাহে অঘোষিত এক সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এ সময় তিনি মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সরকারের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালই প্রথম উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা যিনি ঢাকা সফর করেন। তবে অজিত দোভালের ঢাকা সফরের আগে এ সংক্রান্ত কোনো পূর্বঘোষণা ঢাকা বা নয়াদিল্লি-কোনো পক্ষই দেয়নি। ফলে দোভালের সফরের বিশদ বিবরণ এখনও জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, ঢাকা সফরের সময় মিয়ানমারের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি সহ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন দোভাল। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারত সফর করবেন। তার কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন অজিত দোভাল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























