বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসির গাড়িতে ধাক্কা দিয়ে ৬ মাসের জন্য কারাগারে গেলেন ট্রাকচালক

প্রকাশিত : ০৭:৩০ পূর্বাহ্ণ, ২৫ মার্চ ২০২৩ শনিবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঝালকাঠিতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়িতে ধাক্কা দেওয়ায় পারভেজ মোল্লা নামের এক ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের পৌর মিনি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

দণ্ড পাওয়া পারভেজ মোল্লা মাদারীপুরের শিবচর এলাকার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালপত্র সরবরাহের কাজ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে পৌর মিনি পার্ক (খেয়াঘাট) থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপভর্তি ট্রাকটি। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। ঘটনার সময় গাড়িতেই ছিলেন জেলা প্রশাসক ফারহা গুল। তবে তিনি অক্ষত আছেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গাড়ির মালিকের কাছে ট্রাকটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাই করে জরিমানার অর্থ ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, জব্দ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ডিত ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফারাহ গুল জানান, তিনি বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT