শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

প্রকাশিত : ০৭:০২ পূর্বাহ্ণ, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গুমের মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আদালত চত্বরে ডিম নিক্ষেপের সময় ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আধ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৬ সালে শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান এবং রেজাউল করিম আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় গুম হন। তারা সম্পর্কে দুই ভাই।

এ ঘটনার ৮ বছর পর অপহরণ করে হত্যার অভিযোগ এনে বাবা আইনাল হক শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের পাঁচজনকে ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর অস্ত্রধারী বডিগার্ড আবুল কালাম আজাদ এবং ছাত্রলীগের শিবগঞ্জ পৌর সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদকেও আসামি করা হয়। এ তিন আসামি হাইকোর্ট থেকে গত ৭ জুলাই আট সপ্তাহের জামিন পান।

জামিনের মেয়াদ শেষের আগেই আদালতে আত্নসর্মাপণ করে জামিন চাইলে বিচারক তাদের ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT