শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত : ০৬:৩৯ পূর্বাহ্ণ, ৩ আগস্ট ২০২৫ রবিবার ৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৫০) অপহরণ ও মুক্তিপণ দাবির ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়।

বিষয়টি দুলালের স্ত্রী সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানায় অবহিত করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিষয়টি দায়িত্ব দেয় জেলা গোয়েন্দা পুলিশকে। পরে জেলা গোয়েন্দা ও আড়াহাইহাজার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুলালকে উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় গাড়িটিকে অনুসরণ করার বিষয়টি অপহরণকারীরা বুঝতে পেরে দুলালকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়। জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদি হাসান জানান, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে তারা দুলালকে জুরাইন এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT