ডিবি কার্যালয়ে শামীম ওসমান
প্রকাশিত : ০৪:৫৫ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার ১১৮ বার পঠিত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বুধবার দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন শামীম ওসমানের ব্যক্তিগত কর্মকর্তা হাফিজুর রহমান।
তবে কী কারণে এসেছেন এই বিষয়ে তিনি কিছুই জানাননি।
এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























