রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

প্রকাশিত : ১০:২৬ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০২৪ শনিবার ১০১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা রুহিয়া সেন পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অঞ্জলি সেন জানান, রাতে রমেশ সেন খাওয়া সেরে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তার খোঁজ করছিলেন। পরে আট দশজন তাঁর শয়ন কক্ষে প্রবেশ করে এবং তাদের সাথে যেতে বাধ্য করে। এসময় বাড়ির বেশকয়েকজনের মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশ। কোথায় নিয়ে যাবে সে বিষয়ে কিছু বলেন নাই তারা। তবে এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার স্বামী অসুস্থ, অনেক বয়স হয়েছে। সময়মতো ওষুধ না খেলে অরো বেশি অসুস্থ হয়ে পড়বেন বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT