ট্রেড ইউনিয়ন গঠনে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থনের বিধান করছে সরকার
প্রকাশিত : ০৫:৪৯ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার ১০১ বার পঠিত
সরকার ট্রেড ইউনিয়ন গঠনে সর্বক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থনের বিধান করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আনিসুল হক বলেন, যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছে সেখানে ১০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার প্রস্তাবে পরিবর্তন এনে এখন প্রতিষ্ঠানের শ্রমিকসংখ্যা যাই হোক না কেন সর্বক্ষেত্রেই ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে।
আইনমন্ত্রী আরও বলেন, অংশীজনদের পরামর্শে এরইমধ্যে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এছাড়াও কলকারখানাতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে সবার সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রিসভায় অনুমোদনের পর একাদশ জাতীয় সংসদে পাশ হলেও ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩’ এ সই না করে গত বছরের ২০ নভেম্বর তা সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২২ নভেম্বর সংসদ সচিবালয় এ সংক্রান্ত বার্তাসহ বুলেটিন প্রকাশ করে। ওই প্রস্তাবিত আইনে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কারখানার শ্রমিকের সংখ্যা অনুযায়ী সমর্থনসংক্রান্ত স্বাক্ষরের হার কম–বেশি করে একাধিক ভাগে ভাগ করা হয়।
তবে সংশোধিত নতুন বিধান অনুযায়ী, এখন সব ধরনের কলকারখানার ক্ষেত্রেই কমপক্ষে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষরযুক্ত বা তাদের সমর্থন থাকলে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























