সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি, বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ০৭:১৭ পূর্বাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার ৯২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কক্সবাজারের টেকনাফ সীমান্তে শুক্রবার রাতভর ফের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে শনিবার সকাল ৮টার পর সীমান্ত আবার শান্ত হয়ে যায়।
স্থানীয়রা জানান, তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার দুপুর ও বিকালে মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে রাতে গোলাগুলির সঙ্গে বিস্ফোরণের বিকট শব্দও আসে। এ সময় আতঙ্কে সীমান্ত এলাকা থেকে অনেকে সরে আসেন।

টেকনাফের হ্নীলার ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, রাতে হ্নীলার আলীখালী ও চৌধুরীপাড়ার ওপারে মিয়ানমারের বলিবাজার ও কেয়ারিপ্রাং এলাকায় থেমে থেমে গোলাগুলি ও ১২ থেকে ১৫টি মর্টার শেল বিস্ফোরিত হয়েছে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করে। সকাল ৮টার পর আর কোনো শব্দ পাওয়া যায়নি। তিনি বলেন, নানা মাধ্যমে জানা যাচ্ছে, বলিবাজার এলাকার মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির ওপর মর্টার শেল নিক্ষেপ করছে।
এদিকে নাফ নদীর পূর্ব পাশে অবস্থিত মিয়ানমারের মংডু শহরের পেরাংপুরু ও নলবন্ন্যা গ্রামে রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত কয়েকবার গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান।

সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, রাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ওপারে মিয়ানমারের মংডু শহরের উত্তর পাশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা সীমান্তের বিভিন্ন এলাকায় গোলাগুলি-বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT