বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ০৭:২৭ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০২৩ বুধবার ১৪২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থে মাস্টারপ্ল্যানের বাইরে ১৩৭ কোটি টাকার ‘অপ্রয়োজনীয়’ ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ে দুটি প্রশাসনিক ভবন থাকার পরও নতুন আরেকটি প্রশাসনিক ভবন না করার দাবি জানানো হয়। জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, আমরা প্রশাসনের একের পর এক স্বেচ্ছাচারী রূপ দেখতে পাচ্ছি। দুটি ভবন থাকা সত্ত্বেও তৃতীয় প্রশাসনিক ভবন করা বিলাসিতা ছাড়া কিছু নয়। বিশ্ববিদ্যালয়ে অপূর্ণাঙ্গ ভবনের ছড়াছড়ি। আমরা চাই অপূর্ণাঙ্গ ভবনগুলো আগে শেষ করা হোক।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, প্রকল্পটি যখন পাস হয়, তখন বলা হয়েছিল জাবি হবে একটি মডেল বিশ্ববিদ্যালয়। কিন্তু দেখা গেল কোনো মাস্টারপ্ল্যান নেই। যেখানে-সেখানে ভবন হচ্ছে। দুটি প্রশাসনিক ভবন রয়েছে। এর পরও মাস্টারপ্ল্যানের বাইরে জনগণের কষ্টার্জিত অর্থে ১৩৭ কোটি টাকায় অপ্রয়োজনীয় তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের পাঁয়তারা চলছে।

বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন প্রিয়ন্তীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন চলচ্চিত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক তাহসিন ইমতিয়াজ তৌসিফ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT